January 7, 2025, 6:36 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
খাল-বিলে পানি কমে যাওয়ায় সুজানগরে চলছে মাছ ধরার উৎসব দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায় বিএমডিএ’র অপারেটর নিয়োগ নিয়ে বিপাকে কর্মকর্তাগণ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ কালাম বাহিনীর প্রধানসহ চারজনকে গ্রেপ্তার বেতাগীতে তরুণদের উদ্যোগে উদারতার প্রীতি নির্মাণ ময়মনসিংহে ১৩ ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত লাভজনক হওয়া সত্বেও শার্শায় খেজুরের রস ও গুড় সংগ্রহে আগ্রহ নেই গাছিদের যশোরের বাগআঁচড়ায় ফেনসিডিল সহ দু’জন আটক মোরেলগঞ্জে কৃষি দপ্তরে দুদকের অভিযান ১৪টি মেশিনের ১১ ধানকাটা কম্বাইন্ড হারভেস্টার মেশিনের হদিস নেই
একজন কবির চিন্তাধারা ও কর্মের মাধ্যমে বাংলাদেশ

একজন কবির চিন্তাধারা ও কর্মের মাধ্যমে বাংলাদেশ

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

ড. মো. হাসানুজ্জামান জুয়েল একজন বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী চিন্তাবিদ, লেখক, কবি ও কথাসাহিত্যিক। তিনি একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি যিনি জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিভিন্ন বিষয়ে গভীর অধ্যায়ন করেছেন। তিনি একজন সফল লেখক, কবি ও কথাসাহিত্যিক, যিনি তার চিন্তা ও ধারণার মাধ্যমে সমাজে ব্যাপক প্রভাব ফেলেছেন। তিনি তার চিন্তাধারা ও কর্মের মাধ্যমে বাংলাদেশের সমাজে ব্যাপক প্রভাব ফেলেছেন। তিনি একজন সক্রিয় নাগরিক ও সফল শিক্ষক। তিনি একজন জনপ্রিয় লেখক ও স্পষ্টভাষী এবং তার রচনা ও বক্তৃতায় তিনি সমাজের বিভিন্ন দিক থেকে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন। পাঠক আজকে আপনাদের জন্য হাজির হয়েছি লেখক ড. মো. হাসানুজ্জামান জুয়েল এর জীবনী নিয়ে।

ড. মো. হাসানুজ্জামান জুয়েল ১৯৭৪ সালের ৮ ডিসেম্বর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব মোঃ একরামুল হক ছিলেন একজন শিক্ষক এবং মাতা আলহাজ্ব হোসনে আরা বেগম ছিলেন গৃহিণী। তিনি চাপারহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর তিনি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি লালমনিরহাট আইন মহাবিদ্যালয় হতে আইনশাস্ত্রে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

এর কর্মজীবনঃ লেখক ড. মো. হাসানুজ্জামান জুয়েল এর জীবনী থেকে আমরা দেখতে পাই তিনি তার কর্মজীবন শুরু করেন একজন শিক্ষক হিসেবে। তিনি ২০০২ সালে আদিতমারী ডিগ্রি কলেজ এ প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে ২০০৪-২০১৬ পর্যন্ত দৈনিক দিনকাল সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেন। ওই সময়ে স্থানীয়ভাবে প্রকাশিত “মাসিক প্রত্যাশা” সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্থানীয় রাজনীতির জাতীয়তাবাদী ধারায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে আদিতমারী ডিগ্রি কলেজটি সরকারিকরণের ঘোষণা করা হলে তিনি সাংবাদিকতা, রাজনীতি ছেড়ে একজন সরকারি কলেজের শিক্ষক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন। বর্তমানে তিনি আদিতমারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন

ড. মো. হাসানুজ্জামান জুয়েল একজন সফল লেখক, কবি ও কথাসাহিত্যিক। তার রচনা ও স্পষ্টভাষী লেখনির মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন। তিনি গল্প, কবিতা, উপন্যাস লিখছেন নিজের ভালো লাগার জন্য। সমাজের নানান অসঙ্গতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে লেখা লিখি করছেন নিজের দায়িত্ববোধ থেকে। শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা অর্জনের ক্ষেত্র হিসেবে ছোটদের গল্প, প্রবন্ধ, বিজ্ঞান বিষয়ক সায়েন্স ফিকশন লেখা লিখি করেন ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করার জন্য।

দেশের খ্যাতনামা চারটি প্রকাশনী থেকে এ পর্যন্ত তার ১৭টি বই প্রকাশিত হয়েছে। তার রচনাগুলি বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর জীবনী থেকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিনি কিছু রচনা লিখেছেন তার মধ্যে রয়েছে: তৃষ্ণা (কাব্যগ্রন্থ), নির্যাতিত স্বপ্ন (উপন্যাস), ছোটোদের প্রিয় মদন (গল্প), স্বপ্নঘেরা কৈশোরের দিনগুলি (স্মৃতিমূলক গ্রন্থ), বিরহী বসন্ত (উপন্যাস), আমরা বাঁচলে পৃথিবী বাঁচবে (বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ), স্বপ্ন ফেরারি (কাব্যগ্রন্থ), নিশিরাতের স্বপ্ন (উপন্যাস), স্বপ্নচারিতা (কাব্যগ্রন্থ), গেছো ভূত (থ্রিলার), মনন (কবিতা), আহাজারি (উপন্যাস), চেকপোস্টে বিড়ম্বনা (গল্প), হে বন্ধু, হে প্রিয় ( উপন্যাস), সৃষ্টি রহস্যঃ ধর্ম বনাম বিজ্ঞান, পোকামাকড়ের উৎপাত, ধর্মীয় আলোকে মানুষ।

লেখক ড. মো. হাসানুজ্জামান জুয়েল একজন জাতীয়তাবাদী চিন্তাবিদ ও বুদ্ধিজীবী। তাঁর রচনায় ইসলামী মনোভাব ও ধর্মীয় মূল্যবোধের চিন্তার প্রভাব দেখা যায়। তিনি সমাজের বিভিন্ন দিক থেকে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন। তিনি ধর্ম, জাতি, লিঙ্গ, শ্রেণি ইত্যাদির ভিত্তিতে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেন। একজন সক্রিয় নাগরিক হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার। তিনি মানবাধিকার, পরিবেশ রক্ষা, নারীর অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কথা বলেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে চলেন। তিনি তার চিন্তা ও ধারণা দিয়ে পাঠক সমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। 

ড. মো. হাসানুজ্জামান জুয়েল, তার অবদানের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি পেয়েছেন: সাংবাদিকতায় “বেষ্ট রিপোর্টার্স অ্যাওয়ার্ড” (২০১৪),”গুণী লেখক সম্মাননা পুরস্কার” (২০১৬)। তার রচনাগুলোতে সমাজের নানান অসঙ্গতি, অন্যায়-অবিচার, শোষণ-নিপীড়ন, ঘুষ-দুর্নীতিসহ বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। তাঁর কবিতা ও উপন্যাসগুলোতে অকুতোভয় সৈনিকের মতো কোনোকিছুরই তোয়াক্কা না করে সত্য ও বস্তুনিষ্ঠ লেখনি চালিয়ে যাচ্ছেন অনবরত। তাঁর লেখনি যেন ন্যায় ও ধর্মভিত্তিক সার্বজনীন সমাজ বিনির্মাণের হাতিয়ার। 

হাসমত উল্লাহ ।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD