পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওলিউজ্জামান মন্টু (৬৩) মাস্টার দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার চাচা।

প্রত্যক্ষদর্শী জানা যায়, ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে মারধর করে মোঃ আলিউজ্জামান মন্টু শরীরের হাত-পাসহ বিভিন্ন স্থানে জখম করেন। এসময় স্থানীয়রা আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয়।

আহত আওয়ামী লীগ নেতা ওলিউজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে স্থানীয় বিএনপির লোকজন পিটিয়েছে। এতে তার পা ভেঙে গেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আমরা ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ এখনো পাইনি। #

মাজেদুর রহমান (মজদার) 
পুঠিয়া, রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *