মুন্সীগঞ্জে মঞ্চস্থ হলো নাটক- নির্বর্তন

লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার মঞ্চস্থ হলো হিরণ কিরণ থিয়েটারের ২৩ তম প্রযোজনা ‘নির্বর্তন, নাটকের তৃতীয় মঞ্চায়ন। রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক, জাহাঙ্গীর আলম ঢালী।

নির্বর্তন- নাটকটি তে ফু্ঁটে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে ভুল বিচারের শিকার হওয়া মানুষের চিত্র।
সমাজের মানুষের প্রতি মানুষের হিংসা, বিদ্যেষ, ভুল তদন্তের বিষয় গুলো ফুঁটে উঠে ছিলো নাটকটিতে। এতে মোট ২৬ জন শিল্পী অভিনয় করেন।
নাটকটি দেখে উপস্থিত দর্শকরা এর ভুয়সী প্রসংশা করেন৷ নাট্যকার, গল্পের পটভুমি এবং অভিনয় শিল্পীদের সুনিপুণ অভিনয়েরও প্রসংসা করেন৷

নাটকটি তে মূল চরিত্রে অভিনয় করেন, নিমাতা ও অভিনেতা তুষার চন্দ্র রায়, মোহাম্মদ শামীম শেখ, রথিন দাস, তাসফিয়া তন্নী, অনিক পাল ও মুকুল রানী সাহা। এছাড়াও আরও অভিনয় করেন, ড্যাফরিন খান পুতুল, পুনম রায়, জীরন ঢালী, মো. ফারদিন, আকিব মাহমুদ, ইসরাফিল সরকার, মাহমুদুল হাসান, সীমান্ত বাইজিদ, শাহরিয়ার আহমেদ, মনিকা আক্তার আয়েশা, মাহি ইসলাম বৃষ্টি, দিয়া সাহা, তিথি রায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *