January 5, 2025, 2:47 am
এম এ আলিম রিপনঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ । দিবসটি উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান ও থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন াত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি, দলিত হরিজন ভাতা, তৃতীয় লিঙ্গের হিজরা ভাতা, হতদরিদ্র রোগীদের চিকিৎসা, সুদমুক্ত ঋণ প্রদান, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক পরিচয় পত্র প্রদানসহ সরকার বিভিন্ন কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।