সুজানগরের অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার অসহায় প্রতিবন্ধী,দুস্থ ও বিধবা নারীদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় প্রতিবন্ধী,দুস্থ ও বিধবা নারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ  করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এসময়  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান ,ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন ।  শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি, দলিত হরিজন ভাতা, তৃতীয় লিঙ্গের হিজরা ভাতা, হতদরিদ্র রোগীদের চিকিৎসা, সুদমুক্ত ঋণ প্রদান, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক পরিচয় পত্র প্রদানসহ সরকার বিভিন্ন কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছেন।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *