January 5, 2025, 2:11 am
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজ একটি চক্রের হয়রানির হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূক্তভোগী গ্রামবাসীরা।
পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী-পঞ্চকরণ ¯øুইজগেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় পঞ্চকরন গ্রামের ভূক্তভোগী শতাধিক পরিবারের নারী পুরুষেরা।
মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, এলাকায় কয়েক বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ওয়াবদা ভেরিবাঁধের রাস্তা নির্মাণ হয়। ওই রাস্তার দু’পারে ১৫/২০টি দোকান নির্মাণ করে স্থানীয় শ্রমিক শ্রেনীর মানুষেরা ব্যবসা করে আসছেন। যে কারনে ৭০টি পরিবারের হয়েছে কর্মসংস্থান।
এলাকার একটি প্রভাবশালী মহল জাহাঙ্গীর মীর ও তার ভাই মনিরুজ্জামান বাবুল মীর ওয়াবদার ওই জমি তাদের দাবি করে স্থানীয় এসব ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে হয়রানি করে ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ সরকারের নিকট থেকে তাদের দাবিকৃত জমির মালিকেরা একওয়ারকৃত ভর্তুকির টাকা অনেক পূর্বেই নিয়েছেন। এ চক্রটি নতুন করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জমির টাকা দাবি করে বিভিন্ন সময় আদায় করছেন মোটা অংকের টাকা। টাকা না দিলে মারপিট ভয়ভীতি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে স্থানীয়দের হয়রানি করছেন।
ভূমিদস্যু এ বাহিনীকে অবিলম্বে গ্রেফতারসহ তাদের হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী পরিবারগুলো। মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন ব্যবসায়ী বাবুল খান, প্রতিবন্ধী নূরুল ইসলাম শিক্ষক ফয়সাল তালুকদার, অলিদ মাল, প্রভাষক সোহেল তালুকদার, দুলাল ভান্ডারি, ইব্রাহিম শেখ, ইমাম ছাদেকুল ইসলাম, এনছান খান, পারভিন বেগম, ফজিলা আক্তার লাকিসহ একাধিক ভূক্তভোগীরা।