January 5, 2025, 2:13 am
আরিফুর রহমান মাদারীপুর:
মাদারীপুরে প্রচন্ড শীতের প্রকোপ একদিকে ঘন কুয়াশা সেই সাথে প্রচন্ড ঠান্ডা বৃদ্ধি পাওয়ায় মাদারীপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরে চরমুগুরিয়া বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে প্রায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে শীত বছরে বিতরণ করেন সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় মাদারীপুর মৎস্যজীবী দলের সভাপতি সাইম ব্যাপারীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু।
এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক, মোঃ শহিদুল হাওলাদার। সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন,জেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালায়েদ হোসেন, সদর থানা মৎস্যজীবী দলের সভাপতি নুরুজ্জামান মোল্লা, মৎস্যজীবী দলের পৌর কমিটির সভাপতি হান্নান হাওলাদার, মৎস্যজীবী দলের মাদারপুর পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নুর আলম মল্লিকসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরিফুর রহমান মাদারীপুর।।