January 5, 2025, 2:06 am
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। বৃহস্পতিবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ পালন করা হয়।
এজন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ ফারুকুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা তনয় সিংহ, সাংবাদিক ও এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ কাওছার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এতিমখানার প্রধানগন উপস্থিত ছিলেন। পরে সমাজ সেবা দপ্তরের কর্মীদের মাঝে শুদ্দাচার পুরস্কার প্রদান করা হয়।#
এস মিজানুল ইসলাম
বানারীপ