January 5, 2025, 2:36 am
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
এসময় অসহায় অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থের চেক ছাগল ও ব্যবসার পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম এর সঞ্চালনায় ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ দাশ, সমবায় অফিসার মো. মোফাজ্জল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, বিআরডিবি প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান, অগ্রণী ব্যাংক ম্যানাজার জিল্লুর রহমান, শরীফপুর সংগঠনের সভাপতি ফিরোজ আহমদ, নসকস এর সভাপতি আবিদ রনি, সাবেক সভাপতি সফিকুল ইসলাম, সুহেল মিয়া প্রমুখ।