January 5, 2025, 2:07 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকার ভৌগী সদস্যগণ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।