January 5, 2025, 2:07 am
মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কক্সবাজার উত্তর বন বিভাগ।উচ্ছেদ চলাকালে করাতকলের ইঞ্জিনচালিত মেশিন, গাছ, চেরাই করা কাঠসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
গত মঙ্গলবার ২০২৪ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার থেকে রাত ৮ টা পর্যন্ত বর্ণিত ইউনিয়নের শাহ ফকির বাজার এবং বাঁশঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে শাহ ফকির বাজার এলাকার নরুল হকের মালিকানাধীন থেকে একটি করাতকল উচ্ছেদ করেন।এ সময় করাত কলের যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়াও বাঁশঘাটা এলাকার মিজানুর রহমানের মালিকানাধীন আর একটি করাত কল স’মিল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উক্ত স’মিল থেকে সংরক্ষিত বনের বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ ঘন ফুট কাঠ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে,ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা সদর বিট অফিসের আওতায় বিভিন্ন এলাকায় বনের ভেতরে ১২টির অধিক অবৈধ করাতকল গড়ে উঠেছে। এ সুযোগে স্থানীয় চোরাই চক্র রাতের আঁধারে সড়কের পাশের ও সংরক্ষিত বনের ভেতর থেকে গজারিসহ নানা প্রজাতির গাছ কাটছে। প্রকাশ্যে চেরাই করা হচ্ছে এসব গাছ। এ বিষয়ে গত ২৬ নভেম্বর দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকা’য় ঈদগাঁওতে অবৈধ করাতকলের ছাড়াছাড়ি শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে উপরের বর্ণিত সময়ে অভিযান চালায় প্রায় ৩০ সদস্যের বন বিভাগের একটি দল।
এ সময় ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মমিনুর রহমান,ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানসহ দু’রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা এবং ঈদগাঁও থানা পুলিশের ফোর্স উপস্থিত ছিলেন।
অবৈধ একটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঈদগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মমিনুর রহমান।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা বলেন, অবৈধভাবে থাকা একটি করাতকল স’মিল উচ্ছেদ করা হয় অপর আর একটি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।