সুজানগরে তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

এম এ আলিম রিপনঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার সুজানগরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে বের হওয়া র‍্যালিটির নেতৃত্ব দেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। র‍্যালিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মেহেদী হাসান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার  মোঃ লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, জামায়াতের পৌর আমীর রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, ছাত্র প্রতিনিধি শেখ রাফি,মানিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, ‍‍তারুণ্যের উৎসব ২০২৫‍‍ বাংলাদেশের তরুণ সমাজের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ একটি জাতীয় আয়োজন। এই উৎসবের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র ও সংস্কৃতির সৌন্দর্য উদযাপন করা ।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *