January 4, 2025, 5:25 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৫:৩০ মিনিটে শিশুটি অন্যান্য শিশুদের সাথে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মস্তিষ্ক বিকৃত রঞ্জু কসাই (৪৫) তাকে ১০ টাকা দিয়ে বানরের খেলা দেখানোর কথা বলে তার নানির বাড়ির পাশে জনৈক সিদ্দিক পিওনের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। পরে আসামীর বিকৃত যৌন লালসা চরিতার্থ করার জন্য ভিকটিমের প্যান্ট খোলার চেষ্টা করাকালে ভিকটিমের নানি রোজিনা বেগম (৬২) ভিকটিম কে ডাকলে আসামী রঞ্জু কসাই শিশুটির মুখ চেপে ধরে। এরপর ভিকটিমের দাদী আনজু আরা বেগম ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার পায়ের শব্দ শুনে নরপশু রঞ্জু ভিকটিমকে ছেড়ে লাফ দিয়ে পালিয়ে যায়।
এনিয়ে থানায় মামলা রুজু হয়। মামলা নং-৩১, তারিখ-৩০/১২/২৪খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/২০) আইন এর ৯(৪) (খ)।
অতঃপর পুলিশ সুপারের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের নেতৃত্বে এসআই (নি:) সুশীল কুমার রায় পুলিশের একটি চৌকস টিম সাথে নিয়ে সোমবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ পৌরসভার সবজি বাজার এলাকা থেকে লম্পট রঞ্জু কসাইকে গ্রেফতার করেন।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ধৃত আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে সোর্পদ করা হয়েছে।