January 4, 2025, 4:49 am
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক রনজিত কুমার রায় কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে শরীরচর্চা শিক্ষক রনজিত কুমার রায় কে অবসরজনিত এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক রনজিত কুমার রায়, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়ছার,জমির উদ্দিন, শাহাদত আলী মোল্লা ও অত্র বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী অরিত্র বিশ্বাস প্রমুখ। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম বলেন, এই বিদায় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আমাদের শিক্ষক গনের মধ্য থেকে একজন শিক্ষক অবসর নিতে যাচ্ছেন। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক রনজিত কুমার রায়। বসন্তের পাতাঝরা সুন্দর ঋতুর অনুভূতি যখন গ্রীস্মের সময় এসে গরমের মধ্যে পৌঁছে ঠিক তেমনি আমাদের প্রতিষ্ঠান মঙ্গলজুড়ে কোলাহলের বিষন্নতা ছড়াচ্ছে আপনার বিদায় মুহূর্তে। আপনার এই বিশাল জ্ঞান ভান্ডার এর ছেঁায়া পেয়ে নিজেদেরকে আমরা অনেক ধন্য মনে করেছি। অত্র বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী অরিত্র বিশ্বাস বিদায়ী শিক্ষককে উদ্দেশ্যে করে বলেন,আপনার এই দীর্ঘ শিক্ষক জীবনের যে উজ্জ্বল ছেঁায়া দিয়ে আমাদের সকলকে আলোকিত করেছেন, তা বলে শেষ করা যাবে না। আপনার জ্ঞানের আলোয় আমরা যেমন আলোকিত হয়েছি, ঠিক তেমন ভাবে সেই জ্ঞানের আলো হারানোর বেদনায় আজ আমরা সবাই শোকাহত হয়ে যাচ্ছি। আপনাকে আমাদের বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে আমার ভারাক্রান্ত মন চাচ্ছে আপনি আরো দীর্ঘদিন আমাদের শিক্ষা প্রদান করুন। আপনি শুধু আমাদের শিক্ষকের ছিলেন না। আপনি ছিলেন আমাদের অভিভাবক ও বন্ধুর মতো। আপনি সবসময় আমাদের পড়াশোনার বিষয়ে উৎসাহ প্রদান করতেন। যারা আপনার উপদেশ সঠিকভাবে মেনেছে তারাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পেরেছি। বিদায়ী শিক্ষক রনজিত কুমার রায় তার বক্তব্যে তার এবং তার পরিবারের সবার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন। প্রধান অতিথির বক্তব্য উজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন বলেন,আমাদের সকলের পক্ষ হতে আপনার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, সুস্থ সুন্দর জীবন এবং মহান আল্লাহ তাআলা আপনাকে যেন নেক হায়াত দান করেন সেই কামনা করছি। উল্লেখ্য সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক রনজিত কুমার রায় ১৯৮৬ সালে ১২ আগস্ট অত্র বিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০২৪ সালের ৩০ ডিসেম্বর অবসর গ্রহণ করেন্। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।