January 4, 2025, 5:21 am
আজিজুল ইসলাম : যশোরের শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৫৩৮ জন শীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী (বাস্তবায়ন) কর্মকর্তা অনিত বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ন-আহবায়ক ও শার্শা থানা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর হোসেন, শার্শা থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, আব্দুর রশিদ, সাবেক সেচ্ছাসেবক দল নেতা আলমগীর করির, জামাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক।
বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে তিনজন বর্ষসেরা মেধাবী শিক্ষার্থী’ ও প্রতি ক্লাসের পাঁচজন সেরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ (পুরস্কার) তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।