January 4, 2025, 5:12 am
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা মোটর শ্রমিক রেজিঃ নং- রাজ-৮৮ স্ট্যান্ড কমিটি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্দোগে মৃত নুরুল ইসলামে স্ত্রী আনিসা বেগম, মৃত গীরিধারীর স্ত্রী প্রতিমা রাণী, মৃত জেবুর স্ত্রী কল্পনা রাণী, মৃত আলী হোসেনের স্ত্রী আনু বেগম অনুদানের টাকা দেয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ।
আজ মঙ্গলবার দুপুরে মোটর শ্রমিক রাজ-৮৮ স্ট্যান্ড কমিটি পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নিজ কার্যালয়ে ৪ জন মৃত ব্যক্তির পরিবারকে এ অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ মোটর শ্রমিক স্ট্যান্ড কমিটির সহ সভাপতি দবিরুল ইসলাম, সহ-সম্পাদক সালামত, কোষাধক্ষ্য ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, কার্য্যনির্বাহী সদস্য মহিদুল ইসলাম, সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম , সাংবাদিক সাইদুর রহমান মানিক, নুরুন নবী রানা আজকের পত্রিকা ও মাহফুজুল হক হিরা দেশ বুলেটি পত্রিকা।