January 4, 2025, 5:28 am
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌরসভায় উজিরপুর মডেল নূরানী মাদ্রাসার ২০২৪ বার্ষিক পরীক্ষার ফলাফল ও ছবক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন, বই বিতরন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । ৩১ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসার পরিচালক মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদ।মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ বাকি বিল্লার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফকির, জামায়াতে ইসলামীর উজিরপুর পৌর সহকারী সেক্রেটারি মোঃ জালাল উদ্দিন ফকির, সাবেক সেনা সদস্য মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার, হাফেজ মাওলানা ইব্রাহিম কাওসার সালাফি, মাওলানা দেলোয়ার হোসেন।এ সময় ছবক অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজ কারী মোঃ মোখলেসুর রহমান। উজিরপুর পৌরসভার ১ নং ওয়াডে অত্যন্ত মনোরম পরিবেশে মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত উজিরপুর মডেল নূরানী মাদ্রাসার লেখা পড়ার মান ভালো হওয়ায় এর শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠান শুরুতেই সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন শিক্ষক বৃন্দ। আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীদের পুরস্কার ও বই বিতরন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।