January 2, 2025, 1:06 pm
প্রেস বিজ্ঞপ্তি।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, সাঘাটা, গাইবান্ধা এর উদ্যোগে ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে ২ টি প্রতিষ্ঠান: মেসার্স ন্যাশনাল ফুড, ভাঙ্গারমোড়, সাঘাটা, গাইবান্ধা এবং মেসার্স আল্লাহর দান বেকারি, কুকড়ারহাট, সাঘাটা, গাইবান্ধাকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২৫ হাজার ১০০ করে মোট ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।প্রতিষ্ঠান দুটি বিএসটিআই এর অনুমোদন না নিয়ে অবৈধভাবে বিস্কুট, পাউরুটি, কেক, চানাচুর ইত্যাদি পণ্য তৈরি করে আসছিল এবং মানসনদ গ্রহণ না করে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করছিল।
উক্ত অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।