January 1, 2025, 11:37 am
আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
২৩শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাদুল্লাপুর উপজেলা আহবায়ক শফিয়াজ্জামান শেখ ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত এক দলীয় প্যাডে ৭নং ইদিলপুর ইউনিয়নের কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
আর এই কমিটি অনুমোদন পাওয়ার পর,নবগঠিত কৃষক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক মমিন মিয়া’র বিরুদ্ধে পদ বঞ্চিত কতিপয় ব্যক্তি বিভিন্ন মিথ্যা ও বানোয়াট প্রপাগাণ্ডা ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন সহ বিভ্রান্তি ছড়াচ্ছে।
তারা এসব মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত প্রপাগান্ডার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত দোষীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ডা. মইনুল হাসান সাদিক,জেলা কৃষক দলের নেতৃবৃন্দ সহ দলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।।
এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের নিকট নবগঠিত ৭নং ইদিলপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মমিন মিয়া,যুগ্ম আহবায়ক শাহীন মিয়া,সুজন মিয়া ও মেহেদুল ইসলাম ভিডিওতে তাদের বক্তব্য উপস্থাপন করেন।।