January 1, 2025, 11:41 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনজিত কুমারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান আশুলিয়ার বাইপাইলে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই সুন্দরগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম যশোরের বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ফল প্রকাশ’ ও পুরস্কার বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ২০ উজিরপুরে মডেল নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা গৌরনদীতে ছাত্রদল নেতা ও তার পরিবার দ্বয়কে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ
রংপুর ও নীলফামারী জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

রংপুর ও নীলফামারী জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

প্রেস বিজ্ঞপ্তি।।

অদ্য ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান প্রকৌ মুবিন উল ইসলাম এর নেতৃত্বে রংপুর ও নীলফামারী জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

যে সকল প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আলামত জব্দ করা হয়:

১। মেসার্স লুনা ব্রিকস, শেরমস্ত, চিকলী, তারাগঞ্জ, রংপুর। 

২। সোনালী ব্রিকস ফিল্ড, দোয়ালীপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর, 

৩। এস বি এস ব্রিকস-২, দোয়ালিপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর। 

৪। এম জেড এইচ ব্রিকস, আলমপুর, চিকলী বাজার, তারাগঞ্জ, রংপুর। 

৫। এম জেড এইচ ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

৬। এম এইচ ই ব্রিকস, নিজবাড়ি, কুজিপুকুর, চিকলী, সৈয়দপুর, নীলফামারী। 

৭। এ*বি ব্রিকস-১ আইসঢাল, কলাবাগান, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

৮। এ*বি ব্রিকস-২, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

৯। সোনার বাংলা ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

১০। ভাই ভাই ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

১১। মেসার্স আফতাব ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

১২। বিপিএল ব্রিকস, দলুয়া, মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী। 

১৩। মেসার্স এ এস বি ব্রিকস-৩, দলুয়া, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

১৪। এ এন বি ব্রিকস-১, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী। 

১৫। এ এন বি ব্রিকস-২, আইসঢাল, কামারপুকুর,  সৈয়দপুর, নীলফামারী।

১৬। এম জেড এইচ ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

১৭। এম এ বি অটো ব্রিকস, বাউলের ডাঙ্গা, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।

১৮। মায়িদা ব্রিকস, সোনাখুলী, জিয়ারবাজার, সৈয়দপুর, নীলফামারী।

১৯। মেসার্স এস কে ব্রিকস, বোতলাগাড়ী, বাইপাস সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী। 

২০। এম বি বি ব্রিকস, কালীতলা, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

২১। এম এ এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

২২। এ আর এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

২৩। মামা চিপস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী। 

২৪। মুসা ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর,  নীলফামারী। 

২৫। আর এস বি ব্রিকস, চৌমুহনী বাজার, সৈয়দপুর, নীলফামারী। 

২৬। এস এম এন ব্রিকস, লক্ষণপুর, সৈয়দপুর, নীলফামারী। 

অভিযানে আরও অংশগ্রহণ করেন প্রকৌ: জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং প্রকৌ: মো: তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD