December 29, 2024, 2:29 pm
বায়জিদ হোসেন, মোংলা।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি গণমানুষের প্রিয় দল। বিএনপি কারো সম্পদ জোরপূর্বক লুটপাট করেনা, যারা এগুলো তারা দাঙ্গাবাজ ও বাটপার। কোন বাটপারকে বিএনপিতে জায়গা দেয়া হবেনা। বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্মে জড়ালে তার দায়ভার তাকেই নিতে হবে, দল কোন অপকর্মের দায়ভার নিবে না।
তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাসিমুখে কারাবরণ করেছেন কিন্তু দেশ ছেড়ে কোথাও যাননি। তাকে বারবার বলা হয়েছে রাষ্ট্রপতি কাছে ক্ষমা চাইতে কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে। জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুঁকি থেকে উন্নত রাষ্ট্র গঠনের জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া নারীদের ভাগ্য উন্নয়নের জন্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে দল ক্ষমতায় আসলে দেশের কল্যানে কী কী কাজ করবেন সেটা পরিষ্কারভাবে ৩১ দফার মাধ্যমে জনগণকে জানিয়ে দিয়েছেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে কবর দিয়েছিল। বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। নেতা-কর্মীদের গুম খুন করা হয়েছে। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে কারাভোগ করিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব সমস্যা দূর হবে। নারীদের স্বাবলম্বী করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের পাশেই রয়েছে মোংলা বন্দর, সুন্দরবন ও ইপিজেড। আমাদের এগুলো কাজে লাগাতে হবে। আপনারা আমাদের জানাবেন কী করলে আপনাদের উপকার হবে আমরা এগুলো বিএনপির কাছে উপস্থাপন করবো। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে বেতকাটা স্কুলমাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ডক্টর ফরিদুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমানসহ উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।