December 29, 2024, 2:45 pm
আনোয়ার হোসেন,
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
নেছারাবাদে জমিজমা বিরোধ এর জের ধরে দফায় দফায় মারামারির ঘটনা ঘটছে। নজরুল এবং আসলামদের চলমান বিরোধ একাধিকবার সমাধানের চেষ্টা করেও সমাধান হয়নি। পিরোজপুরে নেছারাবাদ উপজেলা ডুবি ২নং ওয়ার্ডের আঃ ছালাম আকলিমা তাছলিমারা জোর জবরদস্তি করে নজরুল গংদের পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করতে চায়। এরই ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর খুব ভোরে ভোগদখলিয় যায়গার ঘরটি ভেঙে ফেলে আসলাম গংরা।এ নিয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
নজরুলের ছোট ভাই সোহাগের থানায় দেয়া লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, বিবাদীরা অত্যান্ত খারাপ ও পর সম্পদ লোভী, সন্ত্রাসী প্রকৃতির লোক । বিবাদীদের
সাথে স্থানীয় বিভিন্ন বিষয় ও জায়গা-জমি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। বিরোধীয় সম্পত্তি আমার পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক সেই সূত্রে আমরা ঘর দরজা উঠাইয়া বসবাস করিতেছি। বিবাদীরা আমাদের সম্পত্তি জোর পূর্বক ভোগ দখল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করিয়া আসিতেছে। এই নিয়ে বিবাদীরা আমাদের
সাথে প্রায়ই ঝগড়া বিবাদ করে এবং খুন জখমের হুমকী প্রদান করে।
বিরোধীয় বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে মামলা হলে মামলার রায় আমাদের পক্ষে আসে ইহার পরেও বিবাদীরা আমাদের জায়গা জোর পূর্বক ভোগ দখল করার জন্য পায়তারা করিতেছে। বিরোধীয় বিষয় নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার মিমাংসার চেষ্টা করিলেও বিবাদীদের কারণে মিমাংসা করা সম্ভব হয় নাই।
গত ১৮ই ডিসেম্বর ১০ ঘটিকার সময় বিবাদীরা আমাদের জায়গা জোর পূর্বক দখল করতে আসে। আমরা বাধা নিষেধ করিতে গেলে বিবাদীরা আমাদের সাথে তর্ক-বিতর্ক করে এবং আমাদের এলোপাথারি ভাবে কিল ঘুষি
মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলা ফুলা জখম করে। ঘটনার বিষয় নিয়ে বিবাদীরা আমাদের হয়রানী করার জন্য উল্টো মামলা করে। এরই জের ধরিয়া ঘটনার দিন ২৮ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আমাদের ভোগ দখলীয় জায়গায় কাঠের ঘরছিল। বিবাদীরা ঘরটি ও টয়লেট ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।
এ বিষয়ে আঃ ছালামের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি পরে ব্যবহারীত নম্বরে 01759-384064 বার বার কল দিলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।