বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ,দোকান ভাংচুর ও গু-লি বর্ষণ

আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ,দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু দফায় এ ঘটনা ঘটে।

প্রতাক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়,বাগআঁচড়ার ইসমাইল হোসেনের ছেলে যুবদলের বহিষ্কৃত কর্মি মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে যুবদল কর্মি বাবর আলী বাবু দু জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি সমর্থিত ।

তাদের দু জনের মধ্য যুবদলের আগামী কমিটি গঠনে পদ নিয়ে ও মাটি বিক্রি করাকে কেন্দ্র করে পুর্ব থেকে দ্বন্ধ ছিলো। তারই জের ধরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে মারধোর করে ও তার কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করে বাবু।

এ ঘটনার পর বাবুর পক্ষের লোকজন খবর পেয়ে বুধবার রাত ১২ টার দিকে মোটর সাইকেলের বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে মাসুদের বাবা ইসমাইল হোসেনের দোকানঘর ভাংচুর করে ও সেখানে কয়েক রাউন্ড গুলিবর্ষন সহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

পরের দিন বৃহস্পতিবার সকালে আবার ও একটি মোটরসাইকেলের বহর নিয়ে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে এবং চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটর সাইকেল কুপিয়ে চলে যায়।

এ ব্যাপারে বাবুর সাথে কথা বললে তিনি জানান, বুধবার রাতে মাসুদ আমার মোটর সাইকেলের গতিরোধ করে জোরপূর্বক মারধর করে আমার কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমার লোকজনকে জানালে তারা মাসুদের বাড়ির সামনে যায়। এটা শুনে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে নিয়ে আসি। রাতে ও সকালে তারা নিজেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও গাড়িভাংচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *