December 27, 2024, 12:02 am
এম এ আলিম রিপনঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখা। বুধবার (২৫ ডিসেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাগর আহমেদ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুন্নাফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলমী সুজানগর পৌর শাখার আমীর রফিকুল ইসলাম। অন্যদের মাঝে জামায়াত নেতা সাইদুর রহমান,ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ সোয়াইব আহম্মেদ, সাহিত্য সম্পাদক হোসাইন আলী, সুজানগর পৌর শাখার সভাপতি নাসিম হোসেন,এন এ কলেজ শাখার সভাপতি ইয়াছিন মাহমুদ, ভায়না ইউনিয়ন শাখার সভাপতি সভাপতি হাফেজ তানভির হোসেন,সাতবাড়িয়া ডিগ্রি শাখার সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।উদ্বোধনী দিনে শীতবস্ত্র উপহার বিতরণকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুন্নাফ হোসাইন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা ছাত্রকল্যাণমূলক এবং জনকল্যাণমুখী কাজের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজনে শীতবস্ত্র উপহার কর্মসূচি পালন করা হচ্ছে। বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলমী সুজানগর পৌর শাখার আমীর রফিকুল ইসলাম জানান, মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার শত প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন বলেন, সুজানগর উপজেলার অসহায় দরিদ্র মানুষেরা যাতে শীতে কষ্ট না করে আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব, ইনশাআল্লাহ। আমাদের সবার উচিত সামথের্যর আলোকে শীতার্ত মানুষের পাশে দঁাড়ানো। উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী সাগর আহমেদ বলেন, ধাপে ধাপে অসহায়-দুস্থ শিক্ষার্থীদের তালিকা করে প্রত্যেককে শীতবস্ত্র উপহার দেওয়া হবে ।
এম এ আলিম রিপন
সুজানগর পাবনা।