December 27, 2024, 12:08 am
মোঃ আরিফ রববানী ময়মনসিংহ প্রতিনিধি-
শিল্প নগরী হিসাবে খ্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্প কারখানা গুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যহত রাখতে এবং সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত কল্পে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভালুকায় সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কমান্ডার মেজর নোমান মুন্সী, উপস্থিত ছিলেন মেজর মনযুর উল করিম, কলকারখানার উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি ফখরুজ্জামান জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান, মডেল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির সহ বিভিন্ন করখানার কর্মকর্তা বৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন-আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন কাজ করছে। তারপরও কিছু ঘটানো হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, আশা করি সেগুলোও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অচিরেই সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। তিনি আরোও বলেন- ভালুকায় অবস্থিত শিল্প কারখানায় চাঁদাবাজি বন্ধ করাসহ জনজীবন স্বাভাবিক করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ধীরে ধীরে ভালুকা উপজেলার গ্রামগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার পাশাপাশি সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগীতাও প্রত্যাশা করেন তিনি।