সাদুল্লাপু‌রে যৌতু‌কের দাবী‌তে স্ত্রীকে মারপিট হাসপাতালে ভর্তি

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাদুল্লাপু‌রে ২ লাখ টাকা যৌতু‌কের দাবী‌তে ২ সন্তা‌নের জননী স্ত্রী সা‌হিদা খাতুনকে শারী‌রিক নির্যাতন করার অ‌ভি‌যো‌গে থানায় অ‌ভি‌যোগ করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হা‌মিদ মোল্লা ওর‌ফে আলা মিয়া।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপ‌জেলার ৬নং ধা‌পেরহাট ইউ‌নিয়‌নের বকশিগঞ্জ এলাকার বোয়ালীদহ গ্রা‌মে।

থানার অভিযোগ ও ভুক্ত‌ভোগী প‌রিবার সু‌ত্রে প্রকাশ,বিগত ২০ বছর পূ‌র্বে বোয়ালীদহ গ্রা‌মের মৃত কা‌দের মন্ড‌লের পুত্র মিজানুর রহমা‌নের সা‌থে একই উপ‌জেলার ঢোলভাংগা এলাকার মাজমপুর গ্রা‌মের আব্দুল হা‌মিদ মন্ড‌লের কন‌্যা সা‌হিদা খাতু‌নের বি‌য়ে হয়। বি‌য়ের পর থে‌কেই যৌ‌তুক লোভী স্বামী মিজানুর রহমান ২ লাখ টাকা যৌতু‌কের জন‌্য স্ত্রী সা‌হিদা‌কে নানাভা‌বে শারীরিক ও মানসিক নির্যাতন সহ প্রায়ই মার‌পিট কর‌তো। এমতাবস্থায় গত ১৯শে ডি‌সেম্বর রা‌ত ৯ টার দিকে সা‌হেদার নিকট স্বামী মিজানুর রহমান দুই লাখ টাকা যৌতুক দাবী ক‌রে। দাবীকৃত টাকা দি‌তে অস্বীকার কর‌লে মিজানুর সহ তার বা‌ড়ির লোকজন সাহিদা খাতুন‌কে মার‌পিট ক‌রে রক্তাক্ত জখম ক‌রে। এ সময় সা‌হিদা খাতু‌নের ডাক‌চিৎকা‌রে প্রতি‌বে‌শি লোকজন তা‌কে উদ্ধার ক‌রে। পরবর্তীতে ২৩শে ডিসেম্বর পুনরায় যৌতুকের জন্য দ্বিতীয় দফা মারপিটে গুরুতর আহত করে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে ২৪শে ডিসেম্বর পুলিশে খবর দিলে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।

এ ব‌্যাপা‌রে সা‌হিদার পিতা বাদী হ‌য়ে ৪ জন‌কে বিবাদী ক‌রে সাদুল্লাপুর থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌খিন ক‌রেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *