মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সুন্দরগঞ্জে জামায়াতের উদ্যোগে মোটর সাইকেল শোডাউন করা হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলার জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে মোটর সাইকেল নিয়ে শোডাউন শুরু করেন।
মোটরসাইকেলের শোডাউনটি উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় পৌর জামায়াতের আমির একরামুল হক, আবু সোলায়মান সাজাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
গত রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের মাঝে গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে উপস্থিত থাকার জন্য লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে বিশেষ ভাবে আহব্বান জানান নেতাকর্মীগণ।

Leave a Reply