ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার মমিন সভাপতি ও রুহুল সম্পাদক নির্বাচিত

এম এ আলিম রিপন : সুজানগর পৌর শহরের মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মমিনকে সভাপতি   এবং শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার  ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন  কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে  জাতীয় ওলামা মাশায়েখ এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে কুরআন সুন্নাহ অনুযায়ী, সাহাবিদের নমুনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে ওলামায়ে কেরাম এর অংশগ্রহণ সময়ের অপরিহার্য দাবী রাখে।তারা আরও বলেন, জমিনের সর্বস্তরে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও অন্যায়, জুলুম নির্যাতন পাপাচার রোধ করতে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারা।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *