December 22, 2024, 10:02 pm
প্রেস বিজ্ঞপ্তি।।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে ২২.১২.২০২৪ ইং তারিখে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে স্যানিটারী ন্যাপকীন পণ্য সিএম লাইসেন্সবিহীন উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় মেসার্স আসমানী স্যানিটারী ন্যাপকীন আলহাজ্বনগর, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫,০০০/- জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব জাকিয়া সুলতানা রোজী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও সন্দীপ দাস, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।