December 21, 2024, 4:24 pm
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ৩৩ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা পৌরসভার ভবানীপুর পশ্চিমপাড়া মসজিদের ৩৩জন শিশু শিক্ষার্থীকে বৃহস্পতিবার ভোরে এ সবক প্রদান করা হয়।সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী, সুজানগর এন এ কলেজ পরিচালনা কমিটির সভাপতি শহিদুর রহমান, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবিএম মতিয়ার রহমান মধু, জাহিদুল হাসান রোজ, ইসলামিক ফাউন্ডেশন সুজানগরের ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, ভবানীপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশিকুর রহমান, ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল মমিন, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর আব্দুল বাতেন মন্ডল, বিএনপি নেতা ইয়াকুব আলী প্রামানিক, তোরাপ আলী, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, নিউজিল্যান্ড প্রবাসী এবিএম সুমন রেজা, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, জামায়াত কর্মী মতিউর রহমান, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা ভবানীপুর পশ্চিমপাড়া মসজিদ কেন্দ্রের শিক্ষক হাফেজ আব্দুল কুদ্দুস, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভ, ছাত্র প্রতিনিধি সোহেল রানা মানিক,স্থানীয়দের মধ্যে সায়েন উদ্দিন, আসাদুল রওশন,সাদ্দাম রাজিন ও মসজিদের মুয়াজ্জিন মামুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অতিথিরা বলেন, সকল শ্রেণী ও পেশার লোকদের চাইতে কুরআন শিক্ষাগ্রহণকারী ও শিক্ষাদানকারীরা সর্বশেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত। আল -কুরআন অধ্যয়ন করা ও কুরআন জানা-বুঝার চেষ্টা করা পৃথিবীর সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ। কারণ এ কুরআনের মধ্যে রয়েছে মানুষের সুন্দর জীবন-যাপনের পদ্ধতি। শেষে নিউজিল্যান্ড প্রবাসী সুমন রেজার পক্ষ থেকে ৩৩ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফ উপহার প্রদান করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।।