সাংবাদিক বিপ্লবের মাতৃ বিয়োগ

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
রংপুরে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক খোলা কাগজের তারাগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সকালের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার বিপ্লব হোসেন অপুর মাতা জোসনা বানু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্নাইলাহী রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বাদ জুমা নামাজ শেষে ইকরচালী ইউনিয়নের দোহাজারী নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক বিপ্লব হোসেন অপুর মায়ের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম বিজয়, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ইসলাম, সাংবাদিক নাহিদুজ্জামান নাহিদ,ডেইলি ট্রাইবুনালের তারাগঞ্জ প্রতিনিধ খলিলুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আরিফ শেখ,দৈনিক কাল বেলার তারাগঞ্জ প্রতিনিধি লাতিফুল শফি ডায়মন্ড, রহমত মন্ডল, সুমন আহমেদ, সকালের বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হযরত আলী, বার্তা সম্পাদক এসএম ইকবাল সুমন, পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।
এছাড়াও গভির শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুল ইসলামসহ জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসকসহ রাজনৈতিক, সামাজিক নেত্রীবৃন্দরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *