এম এ আলিম রিপন ঃ পাবনার সুজনগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহীতাদের সমস্যা ও সমস্যা উত্তরণে করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক আফাজ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শফিকুল কাউসার ও জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার হাফিজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান। সেমিনারে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও মসজিদের ইমামসহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠি সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যা সামাজিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Leave a Reply