December 19, 2024, 6:52 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এর আগে তিনি ত্রিশাল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে কর্মরত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন । মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) দুপুরে তিনি ভালুকার বিদায়ী ইউএনও
আলীনূর খান এর নিকট থেকে উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে তার দায়িত্ব বুঝে নেন।
মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করে ময়মনসিংহ ভালুকা উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া সরকারের উন্নয়ন মুলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি ৩৬তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। ময়মনসিংহ জেলা প্রশাসনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। পরে তিনি ২০২১সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে যোগদান করে উপজেলার জনপ্রতিনিধি
,সাংবাদিক,সুশীল সমাজ ভূমি সেবা গ্রহীতাদের সাথে আলাপ আলেচনার মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করে উপজেলায় ভূমি সেবার মানোন্নয়ন,সেবা গ্রহীতাদের সাথে জনবান্ধব আচরণ, সততা ন্যায় নিষ্ঠাবান হিসাবে সুনাম অর্জন করায় তাকে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তাকে বর্ষসেরা অফিসার হিসাবে পদক তুলে দেওয়া হয়।
এছাড়া তাঁর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে অবৈধ বালু মহলে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর জন্য বিভিন্ন বেকারীতে এবং দ্রব্য মুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, অবৈধ দখলবাজদের হাত থেকে সরকারি খাসজমি উদ্ধার করা, কম ভোগান্তিতে স্বল্প সময়ে ভূমি নামজারির ব্যবস্থা করা, মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রমে অবদান রেখেছেন।