বড়াল নদীর পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ

পানি প্রবাহে প্রতিবিঘ্নতা সৃষ্টি হওয়ায় অস্তিত্ব সঙ্কটে পড়ে অনেক আগেই নাব্যতা হারিয়েছে বনপাড়া পৌর দিয়ে বয়ে যাওয়া বড়াল নদী। সেই বড়াল নদী নাব্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প আওতায় নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর বাজার বয়ে যাওয়া এলাকায় বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বনপাড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(বড়াইগ্রাম পৌর প্রশাসক) লাইলা জান্নাতুল ফেরদৌস। প্রকল্পটি বনপাড়া পৌরসভার হারোয়া মিঠুর বাড়ি হতে নটাবাড়িয়া বকুলতলা মূল বড়াল নদী পর্যন্ত ও বনপাড়া ডিলারের মোড় কলিম চৌধুরীর বাড়ি হতে চিনিডাঙ্গার বিল পর্যন্ত মোট দৈর্ঘ্য ০৮( আট) কিলোমিটার। এই খনন কাজের প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে  এক কোটি উনআশি লক্ষ বিরানব্বই হাজার দুইশত একান্ন টাকা নব্বই পয়সা। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আসরাফুল ইসলাম, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মোল্লা, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সালমান হাফিজ, ছাত্রনেতা মোঃ রাকিব সরদার সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সূধীজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *