বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মো: তৈয়ব আলী,খুলনা।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে খুলনা গল্লামারি বৌদ্ধ ভূমি স্মৃতিসৌধ প্রাঙ্গনে,সোমবার রাত ১২:০১ মিনিটে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে,৩০ লক্ষ্য শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপস্থিত ছিলেন,খুলনা মহানগর শাখার সভাপতিঃ রুহুল আমিন,সাধারণ সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবিন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদকঃ বাবু গাজী সোনাডাঙ্গা থানার সভাপতিঃ মোঃ সাইফুল ইসলাম,সিনিয়র সহ সভাপতিঃ রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদকঃ ইয়ার খান ইটু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকঃ জসিম সরদার,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক জসিম ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে সভাপতি, মোঃ রুহুল আমিন তিনি শহীদদের চেতনাকে স্মরণ করে, জাতির উদ্দেশ্যে বলেন,দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশটি পেয়েছি, এই দেশকে ভালোবেসে, নিজেদের জীবনে প্রাণের মায়া ছেড়ে দিয়ে দেশকে স্বাধীন করেছেন,আমরা বাঙালি হিসেবে আমাদের দায়িত্ব,এবং নতুন প্রজন্মকে সেই শহীদের চেতনাকে জানানো,এই দেশটি উদযাপন করা পালন করা ও এটা আমাদের গর্বের বিষয়,আজ আমরা সেই ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের কারণে আজ আমরা একটি স্বাধীন মুক্ত বাংলাদেশের পেয়েছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *