December 18, 2024, 4:38 am
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় আধুনিক যান্ত্রিকীকরণের মাধ্যমে অল্প জায়গায় অধিক ঘনত্বে বেশি চিংড়ি উৎপাদন এবং ই- ট্রেসিবিলিটির গুরুত্ব ও বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রশোমন কাউন্সিল এবং ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ ( ফোয়াব ) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ফোয়াব এর সভাপতি মোল্লা শামছুর রহমান শাহীন এর সভাপতিত্বে ও মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। বক্তব্য রাখেন মৎস্য চাষি সাজ্জাদ আলী সরদার, মনোহর চন্দ্র সানা, সুনীল মন্ডল, আলহাজ্ব মাহবুবর রহমান, বেনজির আহমেদ লাল, ইলিয়াস হোসেন, সঞ্জীব সরকার, জামিলুর রহমান রানা ও নুরুজ্জামান।