December 18, 2024, 4:55 am
আনোয়ার হোসেন,
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ঃ
নেছারাবাদে মহান বিজয় দিবস উপলে বিন্না হাফেজিয়া ফোরকানিয়া নূরানী মাদ্রাসার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে র্যালিটি বিন্না বাজারের প্রধান প্রাধন প্রদক্ষিন শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালিতে মাদ্রাসার কচিকাঁচা ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। বিন্না হাফেজিয়া ফোরকানিয়া নূরানী মাদ্রাসার মুহতামীম হাফেজ আব্দুল আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য মোঃ মুহিবুল্লাহ. শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, মোঃ এনামুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধেেরন। মহান মুক্তিযুদ্ধে জাতির ত্যাগ ও বীরত্বগাথা এ বিজয় অর্জন হয়েছে। দেশপ্রেম ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যানের জন্য দোয়া মোনাজাত করা হয়।