পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার ঐতিহ্যবাহী রাড়ুলী আল-হেরা দারুল কুরআন মাদরাসা’র আজীবন সদস্য সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়। মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট স ম বাবর আলী। মাদরাসা’র মুহতামিম হাফেজ মাওলানা আবু তাহের মিজবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমীর আলী সরদার, দখিনা’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দিন সানা, মাষ্টার লুৎফর রহমান, মাষ্টার উকিল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম ও মিনারুল ইসলাম সানা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কয়রার মঠবাটী দাখিল মাদরাসা’র সুপার আলহাজ্ব হাফেজ মাওলানা জাকারিয়া হুসাইন।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Leave a Reply