December 26, 2024, 10:28 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর প্রতিটি উপজেলা ও ইউনিয়ন (ইউপি)ভুমি অফিসে কমবেশি ভূমি সেবা ব্যাহত হচ্ছে। এসব ভূমি অফিসে ইন্টারনেটের সার্ভারজনিত ক্রটির কারণে সাধারণ মানুষেরা করতে পারছেন না, জমির খাজনা- খারিজ ও ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত সব ধরণের কাজ। এতে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের। ভূমি উন্নয়ন কর খাজনা দিতে না পারায় বন্ধ রয়েছে বহু মানুষের ভূমি রেজিস্ট্রির কাজ। কবে নাগাদ ঠিক হবে জানা নেই তাদের। গত ২৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রায় পুরোপুরি ভূমি সেবা থেকে বঞ্চিত রয়েছেন ওই অঞ্চলের মানুষ। এতে স্থবিরতা দেখা দিয়েছে ভূমি রেজিস্ট্রি অফিসগুলোতে। যাদের আগে থেকে ভূমি উন্নয়ন কর খাজনা দেওয়া রয়েছে শুধুমাত্র তারাই করতে পারছেন ভুমি রেজিষ্ট্রেশন। এছাড়া নতুন করে জমির চেক রয়েছে অনেকের জমি নিতে না পারায় বন্ধ কেনা-বেচার কাজ।
তানোর পৌর এলাকার কম্পিউটার দোকানি রাফি তিনি মূলত অনলাইনের মাধ্যমে মানুষের খাজনা আদায় ও ভূমির অনেক ধরনের কাজ করে দেন ওই সমস্যার কারণে তিনিও বসে বসে দিন পার করছেন। শুধু তিনি নয় তার মত বহু মানুষ বসে বসে সময় পার করছেন। তিনি বলেন, গত প্রায় ২০ দিন যাবত ভূমি অফিসের যে সরকারি সার্ভার রয়েছে তাতে ব্যাপক সমস্যা হচ্ছে, ঢুকতে পারছি না। আমি কোন কাজই মানুষকে করে দিতে পারছি না। এতে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। আর জানি না কবে নাগাদ ঠিক হবে। ইউনিয়ন ভূমি অফিসে, ভূমি উন্নয়ন কর খাজনা দিতে আসা আব্দুল নামের এক ব্যক্তি জানান, জমির খাজনা দিতে না পারায় তার বাসায় ব্যাপক সমস্যা চলছে, জরুরী ভিত্তিতে জমি বিক্রয় করা দরকার। জমির চেক নিতে প্রতিদিনই ঘুরছেন অফিসে, কবে নাগাদ পাবেন তা জানা নেই তার। তানোর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, গত দুই সপ্তাহ থেকে তেমন কোন জমি রেজিস্ট্রি হচ্ছে না। মানুষ অনেক সমস্যার মধ্যে রয়েছে। শুনেছি ইন্টারনেটের সার্ভার সমস্যার কারণে এটা হচ্ছে। তানোরের মুন্ডুমালা ইউনিয়ন (ইউপি) ভূমি অফিসের কর্মকর্তা তহসিলদার ইকবাল কাশেম বলেন, গত ২৭ কারণে থেকে দ্বিতীয় জেনারেশনের সার্ভারের কাজ চলছে সেজন্য মোটামুটি ভাবে ভূমি উন্নয়ন কর নেয়া সম্ভব হচ্ছে না। এতে সাধারণ মানুষের সমস্যাও হচ্ছে। বাগমারা উপজেলা সরকারী কমিশনার (ভূমি), নাহিদ হোসাইন বলেন, আমাদের টেকনিক্যাল একটা সমস্যা হচ্ছে। আসলে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে শিফট হওয়ার কারণে এই সমস্যা। যে কারণে দু সপ্তাহ থাকত সমস্যা ফোস করছি। কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে না। আশা কি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সুমন চৌধুরি বলেন, ভূমি প্রায় সবগুলোতেই সমস্যা হচ্ছে, কিছু কিছু কাজও হচ্ছে।
এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শরিফুল হক বলেন, সবগুলোতেই সমস্যা হচ্ছে,কিছু কিছু কাজও হচ্ছে। রাজস্ব ক্ষতির বিষয়ে তিনি বলেন, রাজস্ব ক্ষতি হচ্ছে না। খাজনা এখন দিতে পারছে না,দুই দিন পরে হলেও খাজনা আমরা নিবো। তিনি বলেন, আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে।#