December 26, 2024, 10:38 am
আরিফুর রহমান মাদারীপুর
মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ তারিখে জেলা কিণ্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণির বাংলা পরীক্ষা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত গণিত পরীক্ষা সম্পন্ন হয়।
আগামীকাল শনিবার সকাল ১০টায় ইংরেজি পরীক্ষা গ্রহণের মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা শেষ হবে। এবার মোট ৩৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৪ সালে গোলাম আজম ইরাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর জেলা কিণ্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকে জেলার সকল স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। জেলা-ব্যাপী শিক্ষা কার্যক্রমকে গতিশীল করাই এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য।
এবারের বৃত্তি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেন জনাব মিজানুর রহমান। পরীক্ষার সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, জেলা কিণ্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা হাজী জাহাঙ্গীর হোসেন, এবং বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাগণ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর উপদেষ্টা গোলাম আজম ইরাদ বলেন আগামীতে মাদারীপুর জেলার সকল কিন্ডারগার্টের স্কুল এই পরীক্ষায় যেন অংশগ্রহণ করে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সকল কর্মকর্তাদের ।পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনাও করেন তিনি।
আরিফুর রহমান,মাদারীপুর ।।