December 26, 2024, 9:59 am
কে এম সোহেব জুয়েল ঃ মহান বিজয় দিবসকে সামনে রেখে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে হাজারের অধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হালিমা মান্নান মেমুরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আগরপুরে আয়োজনে ও প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালক বিপ্লব হোসেন আজাদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
হাসপাতালের পরিচালক এ কে এম শহিদুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলার বিএনপির আহবায়ক মোঃ ছরোয়ার হোসেন বিপ্লব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান, সরিকল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাসার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব মোঃ আনিচুর রহমান, জেলা ছাত্র দলের সহ সভাপতি মোঃ সুমন মৃধা প্রমুখ।