গৌরনদীতে ভূমি কর্মকর্তার উপর হাম-লা গ্রেফতার -১

কে এমসোহেব জুয়েলঃ গৌরনদীতে ভূমি কর্মকর্তার উপর অতর্কিত হামলার ঘটনায় থানায় মামলার দায়েরের পর গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ এক বখাটে যুবককে।

ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমানের বেলায়।

স্হানীয়রা জানায় গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুড়িরচর গ্রামের গনি হাওলাদারের পুত্র মোঃ কাওছার হাওলাদার ৪৫ সরিকল ভূমি অফিসে তার জমির পর্চা নিতে এসে বাকবিতন্ডায় জরিয়ে দিয় এক পর্যায় ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমানের উপর অতুর্কিত হামলা চালায়।

এ ঘটনায গৌরনদী উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ রাজিব হোসেন গৌরনদী থানা পুলিশের সহায়তায় কাওছার হোসেন মিঠুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন বলে একাধিক সুত্র জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *