কাপছে বৃহত্তর কুমিল্লার পটভূমি

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

তীব্র শীতে কাঁপছে বৃহত্তর কুমিল্লার দঃ উপর অঞ্চল। মাঝারি কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল পেরিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও দেখা মেলেনি সূর্যের। মাঝারি কুয়াশা ও কনকন হাওয়া বাড়িয়ে তুলেছে শীতের তীব্রতা। এ মৌসুমে বৃহত্তর জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতের কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এমন আবহাওয়া আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন কুমিল্লা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের চকবাজার আমির দিঘির দক্ষিণ পাড় হতে শহরের পুলিশ লাইন, কোট বাড়ি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা প্রেসক্লাব, কালিয়াজুরী পাক্কার মাথা সংলগ্ন কোড়েরপাড় এলাকার ও চাদপুর,বি বাড়ীয়া জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ও কল করে জানাযায় , বৃহত্তর জেলাজুড়ে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা জনপদ। বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নদী তীরবর্তী মানুষেরা। এরপরও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। এদিকে তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা। নগরীর কান্দিড়পাড় শ্রমিকদের ভির থাকলেও কাজ নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *