প্রবীণ ও প্রতিবন্ধীদের উন্নয়নে কারিতাসের মতবিনিময় ও সহায়তা প্রদান

জাকিরুল ইসলাম
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে কারিতাস দিনাজপুর অঞ্চলের বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রকল্পের সকল ক্লাব প্রতিনিধি ও নারী প্রতিবন্ধী ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, সাংবাদিক সামিউল আলম, কারিতাস প্রকল্পের ক্লাব প্রতিনিধিগণ সহ আরো অনেকে।

এ সময় কারিতাসের সেচ্ছাসেবী অঞ্জলী, এনজিও প্রতিনিধিগণ, প্রকল্পের ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ২ জনকে মাঝে হুইল চেয়ার, ১০ জনকে ক্রাচ, আইজিআর এর ৮ জনকে ৯ হাজার ৫০০ টাকা ও শিক্ষা সহায়তার ১০ জনকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

মোঃ জাকিরুল ইসলাম
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *