প্রেস বিজ্ঞপ্তি.
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ, নীলফামারী এর উদ্যোগে ১১ ডিসেম্বর, ২০২৪ তারিখে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স মোজাম্মেল এন্ড সন্স ফিলিং স্টেশনের বিক্রয়কৃত জ্বালানি তেল পরিমাণে কম পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যৎ এ পরিমাপ সঠিক রাখার বিষয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করেন।
উক্ত অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মঈন খান এলিস। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply