বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদীতে ৯ ডিসেম্বর সোমবার গভীর রাতে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও এক বিক্রেতাকে গ্রেফতার করেছেন গৌরনদী মডেল থানা পুলিশ। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্টার্ড থেকে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও বাটাজোর নামক স্থান থেকে একজন বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার দিকনির্দেশনায় এস আই মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে ৯ ডিসেম্বর সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করেন। গ্রেফতার কৃতরা হলেন মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মোল্লা(৪৫), পিতা-মৃত খালেক মোল্লা, গ্রাম- ভাসানচর, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল। সহযোগী আসামী মোঃ বেল্লাল হোসেন (৪২),পিতা-মৃত কালু বেপারী, গ্রাম-লোহালিয়া,থানা- বাবুগঞ্জ,জেলা- বরিশাল।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া বলেন ১০ ডিসেম্বর মঙ্গলবার আটকৃত আসামীদের বরিশাল আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর র্নিদেশ দেন।

Leave a Reply