সুন্দরগঞ্জে সাহাবুল হ-ত্যা মামলায় ভাইরাল শ্যামল গ্রেফতার

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জামাত সমর্থক শাহাবুল ইসলামকে হত্যা মামলায় সি ইউ নট ফর মাইন্ড খ্যাত ভাইরাল শ্যামল চন্দ্র (৩৮) কে গ্রেফতার করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্যামল চন্দ্র ওই এলাকার নেপাল চন্দ্রের ছেলে। শ্যামল ১নং বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। এছাড়াও স্যোশাল মিডিয়ায় সি ইউ নট ফর মাইন্ড চিল রে মামা চিল এই উক্তিটির মাধ্যমে ভাইরাল হয়েছিল সে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে জামায়াত সমর্থক শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গা মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে চলতি বছরের ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০ হতে ৫০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। 

 থানার ওসি তদন্ত মোঃ সেলিম রেজার সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা মামলায় জামিন হয়নি তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *