সড়ক দূর্ঘটনায় আহত পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সগীরকে ঢাকায় স্থানান্তর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সগির আলম(৫৫) বিআরটিসি বাস ও মোটরবাইকের সংঘে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন। খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় সগির বাসা থেকে তার মোটরবাইযোগে পাথরঘাটা শহরে আসছিলেন। সন্ধয়া ৬টার দিকে শহরের থানার সমনের সড়কে আাসলে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে।এবং বাইকসহ সগির রাস্তায় লুটিয়ে পরেন#

অমল তালুকদার ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *