আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান রহস্যজনক কারণে ৪জন ছাত্রীকে টিসি বা ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড না দিয়ে দেড় বছর যাবত হয়রানি করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের।
অভিযোগে ও সরেজমিনে প্রকাশ,গাইবান্ধা সদর উপজেলার ৪নং সাহাপাড়া ইউনিয়নের বৌলেরপাড়া গ্রামের বাসিন্দা সুজন মিয়ার কন্যা মাফি আক্তার ও একই গ্রামের যথাক্রমে রফিকুল ইসলামের কন্যা রিয়া মনি,শরিফুল ইসলামের কন্যা সম্পা আক্তার ও রেজাউলের কন্যা রিমু আক্তার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করছিল। কিন্তু এ বিদ্যালয়ে লেখাপড়ার মান নিম্নমুখী হওয়ায় ওই চারজন ছাত্রী বৌলেরপাড়া বাজারে অবস্থিত নিউ পিস্ মিশন স্কুলে প্রায় দেড় বছর আগে নবম শ্রেণিতে ভর্তি হয়ে লেখা পড়া চালিয়ে যাচ্ছে।
এদিকে খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদয়ালয়ে ভর্তির সময় ওই চারজন ছাত্রীর মূল রেজিষ্ট্রেশন কার্ড জমা নেন প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান। এখন অন্য স্কুল থেকে রেজিষ্ট্রেশন করতে হলে তাদের ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড বা পূর্বের স্কুল ত্যাগের জন্য টিসি নিতে হবে। কিন্তু ওই প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান ছাত্রী ও তাদের অভিভাবকদের ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড বা টিসি আজ দেবো কাল দেবো বলে দেড় বছর হলো হয়রানি করছেন যা রহস্যজনক।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান গণমাধ্যম কর্মীদের ক্যামেড়ার সামনে অজ্ঞাত কারণে কথা বলতে রাজি হননি।
ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকরা মূল রেজিষ্ট্রেশন কার্ড বা টিসি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

Leave a Reply