সুজানগরে এসএসসি ১৯৮৯ বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

এম এ আলিম রিপন ঃ সুজানগরের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.এ.এফ.এম মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক ড.মজিবর রহমান। অন্যদের মাঝে বক্তব্য দেন সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ বন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক রওশন আলী, এসএসসি ১৯৮৯ বন্ধু ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিউল আলম এবং সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন । বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ একটি জাতির, দেশের, পরিবারের শ্রেষ্ঠ বিনিয়োগ। এই যে বিনিয়োগ এটাও শ্রেষ্ঠ বিনিয়োগ, এখানে কোন মুনাফা নেই কিন্তু অমূল্য মুনাফা হলো কিছু শিক্ষিত মানুষ। মানবিক গুণাবলিসম্পন্ন ও আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের তারা বলেন, জীবনে সফলতায় পৌঁছতে হলে তোমাদের পড়াশুনা করতে হবে। বাবা-মা এবং শিক্ষকদের কথা মেনে চলতে হবে। সমাজের ভাল কাজগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। তাহলে জীবন সুন্দর হবে। সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ বন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিউল আলম জানান, দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের তাদের সন্তানদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করতে এ ধরণের আর্থিক সহায়তা প্রদান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা সাফল্য ধরে রাখতে পারবে তাদের জন্য এ শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগিতার হাত বাড়ানো হবে বলে জানান তারা। উল্লেখ্য ২০১৪ সাল থেকে প্রতি বছর এ কার্যক্রম পরিচালনা করে আসছে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ বন্ধু ফাউন্ডেশন। এবারে দরিদ্র পরিবারের মেধাবী সর্বমোট ১৯ জন এস এস সি পরীক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণের বোর্ড ফি বাবদ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ও সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী রয়েছেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *